অনলাইন ডেস্ক, ২২ ফেব্রুয়ারী।। বিধানসভা নির্বাচনের আগে পদুচেরিতে আরও বাড়ল রাজনৈতিক সঙ্কট। সোমবার আস্থা ভোটে নিজের পক্ষে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারেননি মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। ফলে এখানে পতন হল কংগ্রেস সরকারের।
২৬টি আসন বিশিষ্ট পদুচেরি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে কংগ্রেসের প্রয়োজন ছিল ১৪ জন বিধায়কের সমর্থন। কিন্তু মাত্র ১২টি ভোট পায় কংগ্রেস জোট। এরপরেই মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ভি নারায়ণস্বামী।আস্থা ভোটের আগেই রবিবার ইস্তফা দিয়েছিলেন কংগ্রেস, ডিএমকে জোটের ২ জন বিধায়ক। গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস।