৫৮ বছর বয়সী মোহন ডেলকর ১৯৮৯ সালের লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাদরা ও নগর হাভেলি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তারপর কিছুদিনের মধ্যেই তিনি কংগ্রেস যোগ দেন। পরপর দুবার লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটেই ওই কেন্দ্র থেকে জয়লাভ করেন ডেলকর। পরে দলের সঙ্গে মতবিরোধের জেরে ১৯৯৮ সালে বিজেপিতে যোগ দেন ওই সাংসদ। ওই বছরেই ফের বিজেপির হয়ে ভোটে লড়ে সাংসদ হন। ফের দল বদল করে যোগ দিয়েছিলেন নবশক্তি পার্টিতে। এবার পরপর দুবার লোকসভা ভোটে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান মোহন ডেলকর। নির্বাচনে তিনি হারিয়ে দেন বিজেপি প্রার্থীকে। এরপর তিনি জেডিইউতে যোগ দিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ব্যক্তিগত কিছু কাজ নিয়ে মুম্বইয়ে এসেছিলেন দাদরা ও নগর হাভেলি লোকসভা কেন্দ্রের সাংসদ মোহন ডেলকর। মুম্বইয়ের মেরিন ড্রাইভের কাছে একটি হোটেলে উঠেছিলেন তিনি। রবিবার রাতে খাওয়াদাওয়া সেরে হোটেলের ঘরে শুয়ে পড়েছিলেন। সোমবার সকাল থেকে তাঁর ঘর থেকে কোনও সাড়া শব্দ মেলেনি। হোটেলের কর্মীরা বহুবার ডাকাডাকি করেও তাঁর সাড়া পাননি।
রপরই হোটেল কর্তৃপক্ষের তফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ এসে উদ্ধার করে সাংসদের দেহ। জানা গিয়েছে, সাংসদ মোহন ডেলকরের দেহের পাশে মিলেছে একটি সুইসাইড নোট। সুইসাইড নোটে হাতের লেখাটি সাংসদের বলেই অনুমান তদন্তকারী অফিসারদের। তারই ভিত্তিতে ওই সাংসদ আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। তবে তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।