করোনার প্রভাব বোঝাতে রং-তুলি দিয়ে অভিনব উদ্যোগ শিশুদের

নতুন প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল : রং-তুলি দিয়ে করোনা-র ভয়াবহতা তুলে ধরার সাথে মানুষকে সচেতন করার দায়িত্ব কাঁধে নিল ত্রিপুরার জনাকয়েক কচিকাঁচা। সারা বিশ্ব করোনা-র প্রকোপে জুবুথুবু। তাই, ত্রিপুরার কয়েকজন কচিকাঁচা মিলে মানুষকে করোনা নিয়ে সচেতনতার উদ্যোগ নিয়েছে। আগরতলার মেলারমাঠ এলাকায় সাতলাখি পুকুরপারে করোনা নিয়ে দেওয়ালে বিভিন্ন ছবি এঁকে ওই কচিকাঁচারা প্রশংসা কুড়িয়েছে।

১২ জন মিলে দেওয়ালে নানা ধরনের ছবি এঁকেছে। তাতে অবশ্য স্থানীয় জনগণ সহায়তা করেছেন। কারণ, শিল্পকলার ব্যবহারে করোনা নিয়ে সচেতনতায় কচিকাঁচাদের স্থানীয় জনগণ ভীষণ অনুপ্রেরণা দিয়েছে। এ-কথা অকপটে স্বীকার করলেন চিত্রাঞ্জলি আর্ট ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান অপরাজিত সাহা। অপরাজিত সাহা বলেন, বাচ্চারা নিজেদের দক্ষতায় করোনা নিয়ে দেওয়ালে বিভিন্ন ছবি এঁকেছে। সে-ক্ষেত্রে সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই তারা ওই ছবি একেছে। তিনি বলেন, বাচ্চারা ছবি আঁকার সময় মাস্ক পরেছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেছে। তাঁর কথায়, ওই বাচ্চাদের চিন্তার প্রতিফলন অনেক মানুষকে মহামারি মোকাবিলায় নতুন করে ভাবতে বাধ্য করবে।


এক নাবালিকা ছবি আঁকা নিয়ে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে বলেছে, করোনা মোকাবিলায় আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। তাই আমরা ছবি এঁকে করোনা-র ভয়াবহতা ফুটিয়ে তুলতে চেয়েছি। তাতে সাফল্য কতটা মিলবে বলা মুশকিল। কিন্ত মানুষের কাছে আমরা করোনা নিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?