নিগমের ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে ক্ষুব্ধ গ্রাহক

স্টাফ রিপোর্টার, বিশ্রামগঞ্জ, ২১ ফেব্রুয়ারি।। বিদ্যুৎ নিগমের ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে ভীষণ ক্ষুব্ধ চরিলাম এর এক গ্রাহক৷ উত্তর চরিলাম বনকুমারি জাতীয় সড়কের পাশে রঞ্জন দেবনাথ গ্রাহককে বাড়ি৷ এলাকায় রঞ্জন দেবনাথ একজন সফল কৃষক হিসেবেই পরিচিত৷ রবিবার সকাল বেলায় বিদ্যুৎ নিগমের ভুতুড়ে বিল নিয়ে সংবাদমাধ্যমে সামনে উনি উনার একরাশ ক্ষোভ উগরে দেয়৷

প্রতিমাসে রঞ্জন বাবু বিদ্যুৎ বিল পরিষ্কার করে দেন৷ মাসে মাসে ৫০০ থেকে ৬০০ টাকার মতো বিদ্যুৎ বিল আসে৷ কিন্তু হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে রঞ্জন বাবুর বিল আসে প্রায় চার হাজার টাকার মতো৷ বিদ্যুৎ নিগমের এই ভুতুড়ে বিল দেখে রীতিমতো চোখ ছানাবড়া হয়ে যায় রঞ্জনবাবু র৷ উনি বলেন আমার ৫২ বছর বয়সে এমন বিদ্যুৎ বিল আমি দেখিনি৷ নিগমের দেওয়া বিদ্যুৎ বিলে প্রিভিয়াস রিডিং এবং প্রেজেন্ট রিডিং এর মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে জানান রঞ্জনবাবু৷

বিদ্যুৎ নিগমের এই ভুতুড়ে বিল দেখে রঞ্জন বাবু গতকালকে অর্থাৎ শনিবার দিন বিদ্যুৎ নিগমের বিশ্রামগঞ্জ সিনিয়র ম্যানেজার অফিসে গিয়ে যোগাযোগ করেন৷ সিনিয়র ম্যানেজার অফিস থেকে সুজাসুজি জানানো হয়েছে বিল যা হয়েছে তাই পরিশোধ করতে হবে৷ রঞ্জন বাবু প্রশ্ণ করেন কেন? কেন ভুতুড়ে বিল এর দায়ভার আমি নিব? আপনারা আমার বাড়িতে আসুন ইলেকট্রনিক মিটার দেখে তদন্ত করুন৷ ফালতু বিল এর দায়ভার আমি কেন নেব? শনিবার দিন প্রায় ৪০ থেকে ৫০ জন বিদ্যুতের গ্রাহক বিশ্রামগঞ্জ সিনিয়র ম্যানেজার অফিসে গিয়ে এই ভূতুরে বিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন৷ শুধু যে রঞ্জন বাবুর ক্ষেত্রেই এই মাসে বিল এমন হয়েছে এমনটা নয়৷

এই ফেব্রুয়ারি মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল উল্টোপাল্টা হয়েছে৷ এর দায়ভার কে নেবে৷ এই ভূতূরে বিল নিয়ে অনেক চিৎকার চেচামেচি করেন গ্রাহকরা৷ তাদের বক্তব্য যদি নিগম আমাদের বিল গুলো ঠিকঠাক না করিয়ে দেয় তাহলে আমরা বিল পরিশোধ করব না যা হবার তা হবে৷ প্রয়োজনে আমরা বিদ্যুৎ মন্ত্রী কাছে যাব৷ কারণ বিদ্যুৎ মন্ত্রী আমাদের এলাকার বিধায়ক৷ চরিলাম এ প্রায় সময় গ্রাহকদের বিদ্যুৎ বিল উল্টোপাল্টা আসে৷ যার ফলে গ্রাহকরা বেজায় ক্ষুব্ধ৷ এখন দেখার নিগম কি ভূমিকা নেয়?

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?