তাদের সাংস্কৃতিক কৃষ্টি ও ঐতিহ্য এই রাজ্যের সংস্কৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে৷ বাগিচা শ্রমিকদের সাংস্কৃতিক ঐতিহ্যকে উজ্জীবিত করতেই রাজ্য সরকার প্রথমবারের মতো চা বাগিচা অধ্যষিত এলাকাতে এই ঝুমুর ও চা উৎসবের আয়োজন করেছে৷ স্বাগত বক্তব্য রাখেন ঊনকোটি জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক দিব্যেন্দ শেখর দত্ত৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী, গোলকপুর টি এস্টেটের ম্যানেজার পার্থপ্রতীম নন্দী প্রমুখ৷