অনলাইন ডেস্ক, ২১ ফেব্রুয়ারী।।ভ্যাকসিন ব্যবহার করে করোনা প্রতিরোধে সফল হওয়ার প্রমাণ পাওয়ার পর চলাচল সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ উঠিয়ে দিয়েছে ইসরায়েল। দেশটিতে ফাইজারের ভ্যাকসিনে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়নি ৯৮.৯ শতাংশ মানুষের।
বিবিসি জানিয়েছে, রবিবার থেকে দোকানপাটের পাশাপাশি শপিংমল, লাইব্রেরি, মিউজিয়াম চালু হচ্ছে। তবে সামাজিক দূরত্ব এবং মাস্ক বাধ্যতামূলক থাকছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, স্বাভাবিক জীবনে ফেরার এটাই প্রথম পদক্ষেপ।
ইসরায়েলে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। তাদের মোট জনসংখ্যার ৪৯ শতাংশ মানুষ কমপক্ষে এক ডোজ করে টিকা পেয়েছেন।দেশটি গত ২৭ ডিসেম্বর লকডাউনের তৃতীয় ধাপে প্রবেশ করে।
বিধিনিষেধ তোলার কারণে সাধারণ মানুষ এখন থেকে শপিংমলে যেতে পারবেন। পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে পারবেন।
শনিবার ইসরায়েল সরকার জানিয়েছে, তাদের গবেষণায় দেখা গেছে ফাইজারের টিকা নেয়া মানুষেরা অন্যদের তুলনায় ৯৫.৮ শতাংশ কম অসুস্থ হচ্ছেন। মৃত্যু আর হাসপাতালে ভর্তি হওয়ার হার কমেছে প্রায় শতভাগ।
সামনের দুই সপ্তাহে ৫০ বছরের বেশি বয়সী ৯৫ শতাংশ নাগরিককে টিকা দেয়ার পরিকল্পনা দেশটির।