ইরানের ‘অস্থিতিশীল’ কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে হবে: বাইডেন

অনলাইন ডেস্ক, ২০ ফেব্রুয়ারি ।। মধ্যপ্রাচ্যে ইরানের ‘অস্থিতিশীল’ কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে একত্রে কাজ করতে শুক্রবার ইউরোপীয় শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তেহরানের উচ্চাভিলাষী পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনায় ফের অংশ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করার একদিন পর তিনি এমন আহ্বান জানান। খবর এএফপি’র। বাইডেন মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বলেন, তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের একতরফা আগ্রাসী পদক্ষেপ নেওয়ার পর ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে।

টেলি কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশ নিয়ে মিত্র নেতাদের তিনি বলেন, ‘পরমাণু অস্ত্র বিস্তারের হুমকি বহাল থাকায় আমাদের মধ্যে সাবধানী কূটনীতি ও সহযোগিতা প্রয়োজন।’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং জার্মানির কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘এ কারণে আমরা বলেছি যে ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে পি৫+১ এর সঙ্গে পুনরায় আলোচনার ব্যাপারে আমরা প্রস্তুত রয়েছি।’তিনি বলেন, “আমাদেরকে অবশ্যই মধ্যপ্রাচ্যে ইরানের ‘অস্থিতিশীল’ কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে হবে। আমরা এ ব্যাপারে আমাদের ইউরোপীয় ও অন্য মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে যাচ্ছি।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?