কিছুদিন আগে নিজেকে তিনবারের অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ, মার্লন ব্র্যান্ডো ও গল গাডটের সঙ্গে তুলনা করে অনলাইনে হাসির খোরাক জোগান তিনি। এমন বিদ্রূপের মুখেও নিজের জবান সামলাতে পারেননি অভিনেত্রী। আরও একধাপ এগিয়ে স্টান্ট কো-অর্ডিনেটর নিক পওয়েলের কথা উদ্ধৃত করে বলেন, টম ক্রুজের থেকেও সহজে স্টান্ট করতে পারেন তিনি। নিকের একটি সাক্ষাৎকার টুইটারে শেয়ার করে, ‘লিব্রু’দের (লিবারেল) খোঁচা দিয়ে টুইট করেছিলেন কঙ্গনা। সেই সাক্ষাৎকারে টমের সঙ্গে অতীতে কাজ করা নিক, হলিউড অভিনেতার সঙ্গে কঙ্গনার তুলনা করেছিলেন।
‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবিতে অভিনেত্রীর সঙ্গে কাজ করেছিলেন তিনি। এর পরই টুইটার ভেসে কঙ্গনাকে নিয়ে ট্রোল-মিমে। গত মঙ্গলবার একটি অনলাইন পোর্টাল ওই বিষয়ে খবর প্রকাশ করলে, কঙ্গনা টুইটে তার জবাব ফিরিয়ে দেন। লেখেন, “আমি কখনো দাবি করিনি। বিশ্বের সেরা স্টান্ট পরিচালকদের অন্যতম নিক পওয়েল দাবি করেছেন।” কঙ্গনা ধরে নিয়েছেন, তার প্রশংসা শুনে একদল অনলাইন ব্যবহারকারী ঈর্ষান্বিত হয়েছে। তাই সেই একই টুইটে কিছুটা খোঁচা দিয়ে জুড়ে দেন আরও একটি বাক্য, “অনেক ভালবাসা এবং বার্নল।”বর্তমানে কঙ্গনার হাতে রয়েছে পরপর ছবি। আর শুটিংয়ের ফাঁকেই যথারীতি তর্ক চালিয়ে যাচ্ছেন অনলাইনে।