রাম মন্দিরে চাঁদা না দেওয়া পরিবার চিহ্নিত করছে আরএসএস

অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। কোন পরিবার রাম মন্দিরের জন্য চাঁদা দিয়েছে, আর কারা দেয়নি, সেই সব বাড়িগুলোকে হিটলারের নাৎসি বাহিনীর মতো চিহ্নিত করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। এমনই অভিযোগ তুলেছেন খোদ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। যদিও আরএসএস এই অভিযোগ অস্বীকার করেছে। সেই সঙ্গে জানিয়েও দিয়েছে, কুমারস্বামীর এই ধরনের মন্তব্য উত্তর দেওয়ার যোগ্য নয়।

শিবমোগায় এক অনুষ্ঠানে গিয়েছিলেন কুমারস্বামী। আরএসএস-কে আক্রমণ করে তাঁর মন্তব্য, “যাঁরা রাম মন্দিরের জন্য টাকা দিচ্ছেন না রাম মন্দির নিধি সমর্পণ অভিযান-এর স্বেচ্ছাসেবকরা সেই সব বাড়িগুলোকে চিহ্নিত করে নাম লিখে রাখছে।

এ ব্যাপারে কেউ প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও আমার সূত্র মারফৎ খবর পাচ্ছি যে, আরএসএস-এর লোকেরা এ সব করে বেড়াচ্ছেন।” এর পরই তিনি প্রশ্ন তোলেন, “আমরা কি নাৎসি জামানায় এসে পড়েছি? আরএসএস যা করছে নাৎসিরাও একই কাজ করেছে।” পরে একই বক্তব্য লিখে টুইটও করেন তিনি।

কুমারস্বামীর অভিযোগ, ‘‘মানুষের মৌলিক অধিকার হরণ করার একটা প্রয়াস চলছে। মানুষ ঠিক করে তাঁদের মতামতকে প্রকাশ করতে ভয় পাচ্ছে। এর নামই কি উন্নয়ন? কোথায় যাচ্ছে দেশ?’’ তাঁর বক্তব্য, ‘‘এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে, যেখানে মানুষ তাঁদের অনুভূতিগুলোকে ভাগ করতে ভয় পাচ্ছেন। আগামী দিনে সংবাদমাধ্যমগুলো যদি সরকারের মতকেই সমর্থন করতে শুরু করে তা হলে কী পরিস্থিতি তৈরি হবে? আমজনতার ভাগ্যই বা কোন পথে যাবে?’’

এর আগে বিভিন্ন ক্ষেত্রে ‘চিহ্নিতকরণ’-এর অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধেও। যোগীরাজ্য উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইনের প্রক্রিয়া চালু হওয়ার পর রাজ্য প্রশাসনের শীর্ষ মহল জেলাশাসকদের নির্দেশ দেয়, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের চিহ্নিত করতে।

তখনও বিরোধীরা এর সঙ্গে নাৎসিদের চিহ্নিতকরণের দৃষ্টান্ত টেনেছিল। এর পর সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি-র বিরোধিতা করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। নাগরিকত্ব বিতর্ক প্রসঙ্গে নাৎসি কনসেন্ট্রেশন শিবিরের উদাহরণও টেনে আনেন তিনি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?