স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১৬ ফেব্রুয়ারী।। সরস্বতী পূজার আনন্দ নিরানন্দ বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে।
একাদশ শ্রেণির ছাত্রী ঝুমা দে, প্রসাদ খাওয়ার পর পরবর্তীতে প্রসাদ বিতরণ করছিল। এমন সময় পূজামণ্ডপে প্রদীপের আগুন থেকে শাড়িতে আগুন লেগে যায়।
সিল্কের শাড়ি হওয়াতে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে তড়িঘড়ি করে প্রথমে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তার শরীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে ছাই হয়ে যায়। ওই ছাত্রীর বাড়ি বিলোনিয়ার বনকর এলাকায়। বাবা শম্ভু দে এবং মা শিল্পী রানী দে। এই ঘটনায় সহপাঠীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।