মঙ্গলবার বিকেল পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০,৩৬৩, মৃতের সংখ্যা বেড়ে ৩২৪

নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ১৪ এপ্রিল: দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০,৩৬৩। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩২৪। ১০৩৬ জন করোনা-মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

সংক্রমণ থামার লক্ষ্ণণ নেই। বরং দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশের মধ্যে মহারাষ্ট্রেই জোরালো থাবা মারণ করোনার। মহারাষ্ট্রে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩৩৪।

করেনায় মৃত্যু হয়েছে ১৬০ জনের। এরই পাশাপাশি চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৭ জন। করোনা আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের পরের স্থান রাজধানী দিল্লির। নোভেল করোনাভাইরাসেমঙ্গলবার পর্যন্ত দিল্লিতে ১৫১০ জন আক্রান্ত হয়েছেন। একইভাবে দিল্লিতে এখনও পর্যন্ত করোনার বলি ২৮। ৩০ জন করোনা-মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।

সংক্রমণ বাড়ছে তামিলনাড়ুতেও। দক্ষিণের এই রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৭৩। এখনও পর্যন্ত তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়ছে মধ্যপ্রদেশেও। সেরাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০৪।


মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত মধ্যপ্রদেশে ৪৩ জনের মৃত্যু হয়েছে। একইভাবে গুজরাতে ৫৩৯, রাজস্থানে ৮৭৩, তেলেঙ্গনায় ৫৬২, উত্তরপ্রদেশে ৫৫৮ ও অন্ধ্রপ্রদেশে ৪৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

করোনা মোকাবিলায় দেশে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন কার্যকর করতে সকলে এগিয়ে আসতে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী আরও জানিয়েছেন, ২০ এপ্রিল পর্যন্ত গোটা দেশে করোনা পরিস্থিতির উপর নজর রাখা হবে।
সব রাজ্য, জেলায় কীভাবে লকডাউন পালিত হচ্ছে তা দেখবে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে হটস্পটগুলিতে বিশেষ নজর দেওয়া হবে। ২০ এপ্রিলের পর নির্দিষ্ট কয়েকটি জায়গায় লকডাউন শিথিল করা নিয়ে ভাবনা-চিন্তা করবে কেন্দ্র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?