আন্দোলন চলাকালীন কৃষকদের মৃত্যু ঘটনার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “বাড়িতে থাকলেও মরতে হত ওঁদের। ২ লক্ষ লোকের মধ্যে ৬ মাসে ২০০ জনের মৃত্যু এমন কিছু অস্বাভাবিক নয়। কেউ তো দুর্ঘটনায় মারা যায়নি, স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করেছেন। তাছাড়া ভারতীয়দের আয়ু তো এমনই কম।
ক’দিন পর এমনিই মারা যেতেন। বছরে কতজন করে মারা যায় তার খেয়াল রাখেন? কিন্তু আমার মারা যাওয়া প্রতিটি মানুষের উপর সমবেদনা রয়েছে”। যদিও এমন বিতর্কিত মন্তব্য করার পর ক্ষমাও চেয়েছেন ওই মন্ত্রী। কিন্তু এতেও বিতর্কের ঝড় শান্ত হয়নি। কৃষকদের আত্মবলিদান নিয়ে এরকম অসংবেদনশীল মন্তব্য দেশের জন্য দুঃখজনক বলে জানাচ্ছেন বিজেপির একাংশ।