আগরতলা রেল স্টেশনে তেজস রাজধানী স্পেশাল ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এই ট্রেনে রয়েছে বেশকিছু অত্যাধুনিক ব্যবস্থা। চিফ কোচ সুপারভাইজার আশিস কুমার জানান এই ট্রেনে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। অটোমেটিক দরজা খুলবে ও বন্ধ হবে। কেন্দ্রীয় ভাবে যার কন্ট্রোল করবেন রেলের গার্ড। রেলের কোন কোচে ধুঁয়া তৈরি হলে কিংবা আগুন লাগলে সাইরেন বাজবে, পাশাপাশি একটি লাল লাইট সিগন্যাল দেবে। এবং ট্রেন থেমে যাবে।
এই ট্রেনে ২ টি ইঞ্জিন, রেল কর্মীদের জন্য একটি কোচ, ১১ টি থার্ড এসি কোচ, ১ টি ফাস্ট এসি কোচ ও ৩ টি সেকেন্ড এসি কোচ রয়েছে। আগরতলা থেকে আনন্দ বিহার পৌছাতে ট্রেনটির ৩৬ ঘণ্টার মতো সময় লাগবে বলেও জানান তিনি।