তাঁদের দাবি বারখাম্বা রোড থানার নির্দেশ মেনে তাঁরা এখানে এসেছেন। আমার নিরাপত্তার দরকার নেই’। ছবি সহ পোস্ট করা এই টুইটে তিনি ট্যাগ করেন দিল্লির পুলিশ কমিশনার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে।
বর্তমানে সংসদ অধিবেশনের জন্য দিল্লিতে আছেন মহুয়া। সেখানেই তাঁর জন্য নির্ধারিত বাংলোতে এই নজরদারি চলছে বলে অভিযোগ।
মহুয়ার অভিযোগ, নিরাপত্তা নয় নজরদারি চালাতেই তাঁর বাড়ির সামনে এই আধাসেনা মোতায়েন হয়েছে। পুলিশেও এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি।
অন্য একটি টুইটে মহুয়া লিখেছেন, ‘দয়া করে এই নিরাপত্তা তুলে নিন। দেশের সাধারণ নাগরিক হিসেবে প্রশাসনের কাছে আমি কোনও নিরাপত্তা চাইনি’।