লকডাউনে সামাজিক দূরত্ব উপেক্ষা করেই শান্তিরবাজার মহকুমার বিভিন্ন বাজারে বিকিকিনি

নতুন প্রতিনিধি, বিলোনীয়া৷ ১২ এপ্রিল।। সমগ্র বিশ্বজুরে চলছে করুনা ভাইরাসের মহামারি। এই মহামারি থেকে সকলে রক্ষার জন্য কেন্দ্র সরকার ও রাজ্য সরকার প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মহামারি থেকে সকলকে রক্ষারজন্য সমগ্র দেশ জুড়ে লকডাউন চালু করা হয়েছে।; আজ রবিবার। আজ শান্তির বাজার ও জোল। বাড়ী ছিলো সাপ্তাহিক হাটবার। এরই মধ্যে চৈত্র সংক্রান্তির বাজার করতে মাতোয়ারা হয়ে আছে ক্রেতা বিক্রেতারা। বিশেষ করে জোলাইবাড়ী বাজারে সকলে লকডাউনকে উপেক্ষা করে কোনো প্রকার সামাজিক দুরত্ব বজায় না রেখেই কিনাকাটায় মগ্ন হয়ে রয়েছেন। সকালবেলা আরক্ষা প্রসাশনের কাউকে মাঠের আশেপাশে দেখা যায়নি। অবশেষে বেলা ৮ টায় আরক্ষা প্রসাশনের লোকজন বাজারে যান। কিন্তু দেখা যায় লোকজন কাউকে তোয়াক্কা না করেই নিজ খেয়াল খুশিমতো চলছে। অপরদিকে বাজারে ক্রেতাদের ভির দেখে কিছু সংখ্যক অসাধু ব্যাবসায়ী নিজ খেয়ালখুশি মতো জিনিষ পত্র ও শাক শব্জীর দাম বাড়িয়ে দেন। এতে করে কর্মহীন লোকজনেরা জিনিষপত্র ক্রয় করতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। অতিরুক্ত মূল্যের পরও চৈত্র সংক্রান্তির পালন করার জন্য সকলে নিজ নিজ সাধ্যমতো জিনিষপত্র ক্রয় করেছেন। এরইমধ্যে আসছে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে মাংস ব্যাবসায়ীরা এখন থেকেই মাংস মজুত করা শুরু করে দিয়েছে। জানা যায়, বছরের প্রথম দিনে চড়া দামে মাংস বিক্রি করা হবে। যদি চড়া দামে বিক্রি করা হয় তাহলে কর্মহীন খেটে খাওয়া লোকজনদের আর পয়লা বৈশাখ পালন করা হবেনা। মাছ, মাংসের মূল্য নির্ধারনে ও পয়লা বৈশাখের দিন বাজার ভির নিয়ন্ত্রনে মহকুমা প্রসাশনের বিশেষ পদক্ষেপ গ্রহন করা হবেবলে দাবি। এখন দেখার বিষয় এই বিষয়ে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?