রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত চাইছে সকলে যেন কন্যা সন্তানের প্রতি যত্ন নেয়। কেন্দ্রীয় সরকারের এই আদর্শে কন্যা সন্তান জন্মহবার পর আজ শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে এক রেলির মাধ্যমে নিজ বাড়ী পর্যন্ত কন্যা সন্তানকে নিয়ে আসলো সুমন দেবনাথ। আজকের এই কর্মসূচীর কথা সে সংবাদমাধ্যমের সামনে জানায় আজকের এই কর্মসূচীর মধ্যদিয়ে শান্তির বাজারের লোকজনদের প্রতি বার্তা দেয় যাতেকরে সকলে কন্যা সন্তানের প্রতি যত্ননেয়।
যাতে করে কন্যা সন্তানরা অবহেলার স্বীকার নাহয় তার বার্তা দিলো সুমন দেবনাথ। সে চাইছে কেন্দ্রীয় সরকারের মূল বল বার্তা টি সকলের কাছে পৌঁছে দিতে। বেটি বাঁচাও বেটি পড়াও ।