স্টাফ রিপোর্টার, কমলপুর, ১৩ ফেব্রুয়ারী।।খোয়াই থেকে কুমারঘাট ভায়া মানিকভান্ডার ২০৮ নং জাতীয় সড়কে ধলাই নদীর উপর সেতুটি গতকাল রাতে এক বড় মালবোঝায় ট্রাক সহ ভেঙে পড়েছে।
সড়ক এবং সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থে অবিলম্বে সেতুটি মেরামত করার দাবী করেছেন স্থানীয় মানুষ।
প্রসঙ্গত, ধলাই নদীর উপর আমবাসায় জাতীয় সড়কে পুরনো সেতুটিও নড়বড়ে হয়ে গিয়েছে। বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এই সেতু দিয়ে। উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে পুরনো সেতুগুলি পরপর ভেঙে পড়ছে। তাতে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
পাশাপাশি বাম জমানায় এইসব সেতু ও ব্রিজ নির্মাণের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলেও অভিযোগ।