নতুন অনলাইন ডেস্ক, ১০ এপ্রিল : বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। সাম্প্রতিক এই পরিস্থিতিতে আলোচনা করতে বৈঠকে রাষ্ট্রসংঘ। তবে বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেসের আশঙ্কা, ‘করোনা পরিস্থিতির সুযোগে বাড়তে পারে সন্ত্রাস-হানা।’
গোটা বিশ্বে ইতিমধ্যেই করোনাভাইরাসে ১৬ লক্ষেরও বেশি মানুষ সংক্রমিত হয়ে পড়েছেন। ইতিমধ্যেই মারণ করোনায় আক্রান্ত হয়ে গোটা বিশ্বে ১ লক্ষের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু।
বিশ্বজুড়ে তৈরি হওয়া এই পরিস্থিতির মধ্যেই নতুন এক আশঙ্কার কথা জানাল রাষ্ট্রসংঘ। বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মহাসচিব গুয়েতেরেসের আশঙ্কা, ‘করোনা পরিস্থিতির সুযোগে সন্ত্রাস হানা বাড়তে পারে’।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিচার করে একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ ওই বৈঠকেই মহাসচিব আন্তোনিও গুয়েতেরেস আরও বলেন, ‘সাম্প্রতিক এই পরিস্থিতির ফায়দা নিতে পারে জঙ্গিরা। জৈব-অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসবাদী হামলার সুযোগ ক্রমশই বাড়ছে।’
গোটা বিশ্ব লড়ছে মারণ এই ভাইরাসের সঙ্গে। করোনার হাত থেকে বাঁচতে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশ্বের তাবড় দেশের বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের ভ্যাকসিনের সন্ধান মেলেনি।
গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লক্ষ ৫ হাজার ৩৩২। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৯৫ হাজার ৭৫৩ জনের মৃত্যু হয়েছে।