তিনি বলেন, রাজ্যে ছোট ছোট শিল্প স্থাপনে উৎসাহিদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই শিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে৷ শান্তিরবাজারের শিল্প প্রশিক্ষণকেন্দ্রটি এই লক্ষ্যেই কাজ করবে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমগ্র এলাকার উন্নয়নের সাথে সাথে শান্তিরবাজার মহকুমা এলাকার উন্নয়নেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে৷
এই মহকুমার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি রূপায়ণ করছে৷ মহকুমার উন্নয়নে বিভিন্ন প্রকল্পে সাড়ে ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, সব অংশের মানুষের একতার মধ্য দিয়েই আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ট ত্রিপুরা গড়ে উঠেছে৷ উল্লেখ্য, শান্তিরবাজার মহকুমায় ইএসডিআই প্রকল্পে এই শিল্প প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে উঠবে৷ এখানে ৫টি ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে৷
এই শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং, পোষাক তৈরী, প্লাম্বার, সার্ভেয়ার, আর্কিওস্টাকচারেল ড্রাফটসম্যানশিপ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে৷ দ্বিতল এই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লক্ষ ৪৬ হাজার ৭৯৪ টাকা৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন শান্তিরবাজারে পিডব্লিওডি রোড থেকে টিএনভি কলোনী (অলয়ছড়া বজার- এনএইচ-৪৪)- বিবি রোড ভায়া শান্তিরবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত সড়কের উদ্বোধন করেন৷
এই সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি টাকা৷ এই দুটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিধায়ক শংকর রায়, বিধায়ক প্রমোদ রিয়াং, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব ডা. পি কে গোয়েল ও জেলাশাসক দেবপ্রিয় বর্ধন৷