দুজন ব্যবসায়ি উচ্চ আদালতে দ্বারস্থ হয়। তাই দুটি দোকান ছাড়া বাকি ১৩ টি দোকান আগরতলা পুরনিগম পক্ষ থেকে বুধবার উচ্ছেদ করা হয়। বুধবার সকাল থেকে ডজার দিয়ে অভিযান চলে বলে জানান আগরতলা পুর নিগমের সহ কমিশনার। তিনি আরো জানান, ১১ জন ব্যবসায়ি নির্ধারিত কাউ মার্কেটে দোকান নির্মাণ করার কাজ শুরু করে দিয়েছে। কিন্তু যারা কাউ মার্কেটে স্থানান্তর হতে আগ্রহী নয় তাদের মধ্যে দুই ব্যবসায়ীকে নিগম কর্তৃপক্ষ রাধানগর শপিং কমপ্লেক্সে স্থানান্তর করতে বিবেচনা করছে বলে তিনি জানান।
পাশাপাশি তিনি আরো জানান যে দুজন ব্যবসায়ি উচ্চ আদালতে মামলা করেছেন তাদের দোকান ভাঙা হয়নি। কারণ তাতে মামলা বর্তমানে উচ্চ আদালতের চলছে বলে জানান তিনি। কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে এদিন অভিযোগ উঠে আসে মঙ্গলবার সন্ধ্যায় তাদের উচ্ছেদের নোটিশ দিয়েছে নিগমের টাক্সফোর্স। তারা সরকারি আইন মেনে সেখানে ব্যবসা করে এবং কর প্রদান করে। তাই এ ধরনের অভিযান নিয়ে কিছু কিছু ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।