অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। ‘দ্য এক্স-ফাইলস’ খ্যাত জিলিয়ান অ্যান্ডারসনকে দেখা যাবে ‘হোয়াইট বার্ড: আ ওয়ান্ডার স্টোরি’ ছবিতে। এটি ২০১৭ সালের ‘ওয়ান্ডার’ ছবির সিক্যুয়েল না হলেও সৃজনশীল মিল রয়েছে বলে জানা গেছে।
মূল ছবিটি ২ কোটি ডলারের বিপরীতে ৩০ কোটি ডলারের বেশি আয় করে। বিস্ময়ের বিষয় হলো, পুরোপুরি আলাদা টিম নিয়ে নতুন ছবিটি হচ্ছে।
ডেডলাইন এক প্রতিবেদনে জানায়, দ্য ক্রাউন, দ্য ফল, আমেরিকান গডস, হ্যানিবল তারকা জিলিয়ান অ্যান্ডারসন ‘হোয়াইট বার্ড’-এ অভিনয় করছেন। পরিচালনা করবেন ‘কোয়ান্টাম অব সোলেস’ ও ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’-খ্যাত মার্ক ফর্স্টার।
এর আগে শোনা যায়, ২০১৭ সালের ছবি থেকে জুলিয়ান আলবানস চরিত্রটি ফিরবে। এতে অভিনয় করেন ব্রাইস গেইসার। তবে তাকে দেখা যাবে ছোট দৈর্ঘ্যে।
নাজি দখলকৃত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এক বালক ও তার পরিবারের সাহায্যে লুকিয়ে থাকা এক ইহুদি তরুণীর গল্প ওঠে আসবে ছবিতে। সেখানে অ্যান্ডারসনের চরিত্রের নাম ভিভিয়েন। যিনি যুদ্ধ পরিস্থিতিতে অকল্পনীয় কিছু কাণ্ড ঘটান।
এ দিকে অ্যান্ডারসন সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচারের চরিত্রে নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’-এ অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড মনোনয়ন পেয়েছেন।
অভিনয় করছেন একই প্ল্যাটফর্মের ‘সেক্স এডুকেশন’-এ। এখানে তিনি একজন সেক্স থেরাপিস্ট ও মূল চরিত্রের মা। এ ছাড়া তাকে সম্প্রতি দেখা গেছে ইউএফও, দ্য সানলিট নাইট ও দ্য স্পাই হু ডাম্পড মি ছবিতে।
চলতি মাসের শেষ দিকে চেক রিপাবলিকে ‘হোয়াইট বার্ড: আ ওয়ান্ডার স্টোরি’র শুটিং শুরু হবে।