স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ ফেব্রুয়ারী।। আগামী ২১শে ফেবয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে৷ মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান সুুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ বীরচন্দ্র রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷
শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ সভায় আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় প্রতি বছরের মতো এবছরও রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে৷
ঐদিন সকাল ৭টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্য্যলি শুরু হয়ে মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়-কামান চৌমুহনী-পোষ্ট অফিস চৌমুহনী ও পুরান আর এম এস চৌমুহনী রাস্তা পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এসে সমাপ্ত হবে৷ র্যালিতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সুুদৃশ্য ট্যাবলু প্রদর্শিত হবে৷
এছাড়া বিভিন্ন ভাষায় লেখা প্লে-কার্ড হাতে ও পোশাকে সজ্জিত হয়ে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাগণ র্যালিতে অংশ নেবেন৷ সেদিনই সকাল ৮টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মূল অনুষ্ঠান আয়োজিত হবে৷
এই অনুষ্ঠানে রাজ্যের ১৯টি জনজাতির ভাষা সহ বাংলা, হিন্দি ও সংস্ক’ত ভাষায় পরিবেশিত হবে মনো’ সাংস্ক’তিক অনুষ্ঠান৷ এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমাকে কো-চেয়ারম্যান করে একটি অর্র্গনাইজিং কমিটি ও ৬টি সাব-কমিটি গঠন করা হয়েছে৷
সভা শেষে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই অনুষ্ঠানকে সুুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সকলকে সক্রিয় অংশগ্রহণ ও সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান৷ সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷