স্টাফ রিপোর্টার, কমলপুর, ৮ ফেব্রুয়ারী।। কমলপুর মহকুমার দুর্গাচৌমুহনী বিএসি’র উদ্যোগে শ্রীরামপুর এডিসি ভিলেজের আনন্দবাজারে আজ কেন্দ্রীয় ও রাজ্য সরকার গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ভিত্তিক এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে শ্রীরামপুর, শ্যামরাইছড়া ও পশ্চিম লাম্বছড়ার জনগণের উপস্থিতিতে বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা এবং রূপায়ণের সাফল্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এই সমস্ত প্রকল্পের সুুবিধাগ্রহণে জনগণকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়৷ এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব৷
প্রধান অতিথির ভাষণে মন্ত্রী শ্রীদেব কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পগুলির সাফল্য তুলে ধরেন৷ তিনি বলেন, রাজ্য সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি জনজীবনের মৌলিক চাহিদা পূরণে স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, পানীয় জল সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ করে চলছে৷
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ণ, স্বনির্ভরতায় রাজ্য সরকার বিশেষ সাফল্য অর্জন করেছে৷ রাজ্যে মহিলা স্বসহায়ক দলের সংখ্যা বৃদ্ধি করা, ৪টি মহিলা টেকনোলজি পার্ক স্থাপনের উদ্যোগ এই সাফল্যের দিকগুলি নির্দেশ করে৷
তিনি বলেন, জনজাতিদের উন্নয়নে এডিসি-কে ত্রিপুরা টেরিটরিয়েল কাউন্সিলে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্য সরকারের অন্যতম উল্লেখযোগ্য কাজ৷ কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের জীববিদ্যা বিষয়ক বিভাগ খোলা হয়েছে, বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়গুলিতেও অনার্স পড়ার সুুযোগ তৈরী হয়েছে৷
বর্তমান চিকিৎসা ব্যবস্থায় রোগীদের বহির্রাজ্যে যাওয়ার সংখ্যা কমেছে বলে তিনি জানান৷ তিনি বলেন, সমবায় সমিতি গঠনে রাজ্য সরকার ১০০ শতাংশ সাফল্য দেখাতে পেরেছে এবং সমবায়ের মাধ্যমে বিভিন্ন পরিষেবাও প্রদান করা হচ্ছে৷
এদিনের সভায় উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, ভাইস চেয়ারম্যান তাপস পাল, বিএসি সদস্য সমীরণ দেববর্মা, সুুবিনয় দেববর্মা, সঙ্গীতা দেববর্মা, লালপেংলম হালাম, সুুধীর দেববর্মা৷
সভায় বিভিন্ন প্রকল্প বিষয়ে আলোচনা করেন বিডিও রামেশ্বর চক্রবর্তী, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নির্বাহী বাস্তকার বীরলাল দেববর্মা, মহারাণী সাব জোনালের জেড ডি ও দীনেশ ত্রিপুরা, পঞ্চায়েত সম্পসারণ আধিকারিক অরজিত দেববর্মা৷ সভায় সভাপতিত্ব করেন বিএসি চেয়ারম্যান কুমার হালাম৷