স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ ফেব্রুয়ারী।। বাতিল করা ভাতা প্রাপকদের অবিলম্বে ভাতা প্রদান করা, অতিরিক্ত বিদ্যুৎ মাশুল নেওয়া বন্ধ করা, রাস্তাঘাট সংস্কার করা এবং টুয়েপের কাজ ২০০ দিনের করা এবং মজুরি ৩৪০ টাকা করা সহ সাত দফা দাবিতে সোমবার পুর নিগমের নর্থ জোনাল অফিসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর মহকুমা কমিটি পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়।
এদিন নারী সমিতির সদস্যরা বিভিন্ন পথ পরিক্রমা করে শ্যামলী বাজার নর্থ জোনাল অফিসে ডেপুটেশন প্রদান করেন।পরে নর্থ জোনাল অফিসের সম্মুখে একটি বিক্ষোভ সভায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদস্যা রমা দাস রাজ্যের জোট সরকারের তিন বছরের কার্যকাল নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যে গ্রাম পাহাড় শহর সর্বত্র রেশনিং ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে গরিব মানুষ রেশন সামগ্রী পাচ্ছে না। ফলে মানুষকে বাজার থেকে চড়া মূল্যে নিত্য সামগ্রী ক্রয় করতে হচ্ছে।এদিন বিক্ষোভ সভায় এছাড়া উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা।
ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিভাগীয় কমিটির কনিকা পাল, কৃষ্ণ মজুমদার, অঞ্জনা দে।