স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ ভারত বিকাশ পরিষদের আগরতলা পূর্ব শাখার উদ্যোগে রবিবার আগরতলার কাছে নাগিছড়াস্থিত আশ্রম পাড়ায় পিঠে পুলি উৎসব ও আলপনা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে৷ এই অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি ব্যাপক সংখ্যায় স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন৷
বিশেষ করে মহিলারা এই অনুষ্ঠানে উৎসাহের সাথে অংশ নেন৷ স্থানীয় মহিলারা বাড়ি ঘরে বাহারী পিঠে-পুলি বানিয়ে প্রতিযোগীতায় অংশ নেন৷ তাছড়া আলপনা প্রতিযোগীতায় কিশোরী থেকে গৃহবধূ সকলেই অংশ নিয়েছেন৷ ছোট পরিসরে হলেও এই উৎসবকে ঘিরে জনগণের মধ্যে উৎসাহের ঘাটতি নজরে আসেনি৷
পরন্ত বিকেলে সবুজে ঘেরা আশ্রম পাড়ায় গ্রামীণ আবহে পিঠে পুলি উৎসব যেন শহরের যান্ত্রিক জীবনের ঝনঝনানীকে কিছু সময়ের জন্য হলেও এই প্রতিবেদককে মুগ্দ করেছে৷ ভারত বিকাশ পরিষদের এই উদ্যোগের ভূষষি প্রশংসা করেছেন স্থানীয় মানুষগুলি৷
আনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা পিঠে পুলি উৎসবের মাহাত্ম ব্যাখা করার পাশাপাশি আক্ষেপের সুরে বলেন গ্রামীণ সংসৃকতি ক্রমেই হারিয়ে যাচ্ছে৷ গ্রামীণ মানুষের সহজ সরল জীবন যে এখনও মুগ্দ করে তা অনুষ্ঠানে বক্তাদের ভাষায় ফুটে উঠেছে৷
অনুষ্ঠানের শেষের দিকে পিঠে-পুলি তৈরীতে বিচারকদের রায়ে যারা জয়ী হয়েছেন তাদের পুরসৃকত করা হয়৷ পাশাপাশি আলপনা প্রতিযোগীতায় বিজয়ীদেরও পুরস্কার দেওয়া হয়৷ শুধু তাই নয় প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সবাইকে উৎসাহিত করার জন্য সান্তনা পুরস্কার প্রদান করা হয়েছে৷