কিন্তু গাড়ি থেকে নামার আগেই দুষ্কৃতিরা উনার গাড়িতে আক্রমণ চালায়। এদিন ঘটনায় আহত হন স্থানীয় অঞ্চল কমিটির সদস্য নারায়ন দেবনাথ সহ এক দেহরক্ষী। ঘটনাস্থল থেকে অবশেষে পালিয়ে বাঁচতে হয় প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর’কে। বর্তমানে উনার দেহরক্ষী হাসপাতালে চিকিৎসাধীন এবং অঞ্চল কমিটির সদস্য নারায়ণ দেবনাথকে চিকিৎসা করে বাড়ি পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা নাগাদ। যারা এই আক্রমণের সাথে যুক্ত ছিল তারা সকলেই স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীর তুল্লা বাজে লোক।
অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি। এদিকে প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর জানিয়েছেন দুমাস বাদে পুনরায় এ ধরনের আক্রমণ অত্যন্ত নিন্দাদায়ক। শাসক দলের দুষ্কৃতিরা আতঙ্কিত হয়ে এ ধরনের আক্রমণ করছে। শনিবারের ঘটনায় পুলিশ দুষ্কৃতিদের বিরুদ্ধে ছিল সম্পূর্ণ নীরব দর্শক, দুষ্কৃতিদের পুলিশ কিছুই করেনি। অর্থাৎ পুলিশের কোন কার্যত ভূমিকা ছিল না এই দিন। এতে বুঝা যায়, রাজ্য দুর্বৃত্তদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। গণতন্ত্র বলতে কিছুই নেই। পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়।