অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী।।ভালো সময় কাটাচ্ছেন এমা কোরিন। ‘দ্য ক্রাউন’ সিরিজে ডায়ানা স্পেন্সার চরিত্রে পেয়েছেন দারুণ প্রশংসা, এসেছে একাধিক পুরস্কারের মনোনয়ন। নতুন খবর হলো, এ তরুণ অভিনেত্রী সম্প্রতি যুক্ত হয়েছেন আমাজন স্টুডিও’র ছবিতে। শিরোনাম ‘মাই পুলিশম্যান’।
ডেডলাইনের প্রতিবেদন অনুসারে, এ ছবিতে কোরিনের বিপরীতে আছেন পপ তারকা হ্যারি স্টাইলস। তাদের নির্দেশনা দেবেন একাধিক পুরস্কার-জয়ী মাইকেল গ্র্যান্ডেজ।
‘মাই পুলিশম্যান’-এর কাহিনির কেন্দ্রে আছে বয়স্ক ব্যক্তি প্যাট্রিক। যিনি মেরিয়ন ও টমের বাড়িতে বেড়াতে যান।
মনে করতে পারেন ৪০ বছর আগে টমের সঙ্গে তার প্রেম ছিল, কিন্তু কেউ তা গ্রহণ করেনি।ছবিতে টমের চরিত্রে আছেন স্টাইলস আর মেরিয়ন হয়েছেন কোরিন।
‘দ্য ক্রাউন’ সিরিজের জন্য কোরিন বেশি আলোচিত হয়েছে। পেয়েছেন এসএজি ও গোল্ডেন গ্লোব মনোনয়ন। এ ছাড়া সম্প্রতি তাকে দেখা গেছে টিভি সিরিজ ‘পেনিওয়র্থ’ ও ২০২০ সালের ছবি ‘মিসবিহেভিয়ার’
মিউজিক সেনসেশন স্টাইলস কয়েক বছর হলো অভিনয়ে পা রেখেছেন। এ পর্যন্ত বড় দৈর্ঘ্যে সুযোগ পেয়েছেন ক্রিস্টোফার নোলানের ‘ডানকৃক’ ছবিতে।
বর্তমানে তার হাত রয়েছে আরেক ছবি ‘ডোন্ট ওয়ারি ডার্লিং’।তবে এটি স্পষ্ট নয় ‘মাই পুলিশম্যান’ প্রেক্ষাগৃহ নাকি আমাজন প্রাইম ভিডিওতে প্রথম মুক্তি পাবে।