করোনা : আদালতের কর্মচারীদের ডিউটি রোস্টার তৈরী করার নির্দেশ দিল হাইকোর্ট

নতুন প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ করোনা ভাইরাসের প্রভাবে ত্রিপুরা হাইকোর্ট আদালতের কর্মচারীদের ডিউটি রোস্টার তৈরীর উদ্যোগ নেয়া হয়েছে৷ হাইকোর্টের নোটিফিকেশন মোতাবেক কর্মচারীদের ৫০ শতাংশ প্রতিদিন উপস্থিত থাকার কথা বলা হয়েছে৷ গ্রুপ বি (নন গেজেটেড), গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য এই ডিউটি রোস্টার করা হয়েছে৷ হাইকোর্ট, জেলা আদালত, ফেমিলি কোর্ট , ট্রাইবুন্যালে এই ডিউটি রোস্টার চালু করা হচ্ছে ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত৷ তবে এই নিয়ম কার্যকর হবে না হাইকোর্টের বিচারপতিদের ব্যক্তিগত কর্মীদের ক্ষেত্রে৷ এদিকে, হাইকোর্ট চত্বরে প্রবেশের ক্ষেত্রেও কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে৷ আইনজীবীদের ক্লার্ক, আইনজীবী, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মী ছাড়া অন্যদের হাইকোর্ট চত্বরে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ আদালতগুলিতে পর্যাপ্ত পরিমানে সেনিটাইজার রাখার কথাও বলা হয়েছে৷ সেই সাথে জেলা আদালত, ফেমিলি কোর্ট, ট্রাইবুন্যাল ইত্যাদিতে স্বাস্থ্য কর্মীরা উপস্থিত থাকবেন৷ যদি কোন ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষায় প্রাথমিক ভাবে সন্দেহ দেখা দেয় তাহলে চিকিৎসা কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?