রিয়ান্না কি মুসলিম- এ প্রশ্নের উত্তর খুঁজছে ভারতীয়রা

অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী।।একটি মাত্র টুইটের বদৌলতে নয়া কৃষি আইন বিরোধী আন্দোলন নিয়ে এত দিন চুপ থাকা ভারতীয় সেলিব্রিটিরা মুখ খুলেছেন। দেশপ্রেম নিয়ে এক হয়েছেন তারা।  আর সেই টুইটটি ছিল পপ তারকা রিয়ান্নার!

কৃষক আন্দোলন নিয়ে টুইট করার পর থেকেই দেশটির খবরের শিরোনামে আছেন তিনি। এখন নেটিজনরা ‍খুঁজছে রিয়ান্নার ধর্ম পরিচয়।গুগলের কি ওয়ার্ডের ঘরে গায়িকার নামের পাশে শোভা পাচ্ছে ‘মুসলিম’, ‘পাকিস্তান’ এ সব শব্দ।

দিল্লিতে পুলিশ ও কৃষক আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি অবস্থানের জেরে বন্ধ হয়েছিল ইন্টারনেট সেবা। এ রকমই একটি প্রতিবেদন শেয়ার করে রিয়ান্না কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেন। সঙ্গে ছিল প্রশ্ন, “কেন আমরা এই বিষয়ে কথা বলছি না?”

রিয়ান্নার এ টুইটের সাক্ষী ১০ কোটি অনুসারী। যা ভারতীয়দের একাংশকে বিব্রত করেছে। কারণ তারপরই একাধিক আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিষয়টি নিয়ে টুইট করেন।

বিশ্বব্যাপী কৃষক আন্দোলন নিয়ে এমন আলোচনা শুরু হওয়ায় নড়েচড়ে বসে ভারতের কেন্দ্রীয় সরকারও। অনেকে আবার মার্কিন পপ তারকার সমালোচনা করেও টুইট করেন। এর মধ্যে রাজনীতিবিদ থেকে শুরু করে শোবিজ ও খেলার জগতের অনেকেই আছেন।

তারা আন্দোলন বিষয়ে আন্তর্জাতিক সেলিব্রিটিদের মন্তব্যকে প্রোপাগান্ডা হিসেবে দেখছেন।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, রিয়ান্নার ওই টুইটের পরে তার সম্পর্কে একটি প্রশ্ন সবচেয়ে বেশি গুগলে সার্চ করা হয়। সেই প্রশ্ন হলো, ‘রিয়ান্না কি মুসলিম?’ অথবা ‘রিয়ান্না কোন ধর্মের মানুষ?’, এমনকি ‘পাকিস্তানি কি-না’ সে প্রশ্নও উঠেছে।

তবে সমালোচনার ভিড়ে রিয়ান্নাকে ধন্যবাদ জানিয়েছেন তাপসী পান্নু, রিচা চাড্ডা, শ্রীলেখা মিত্রসহ কয়েকজন সেলিব্রিটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?