এরপর সেখানে টুজি পরিষেবা চালু হলেও বন্ধ ছিল হাইস্পিড ইন্টারনেট পরিষেবা। মাঝে জম্মু-কাশ্মীরের কয়েকটি জেলায় ফোর জি ইন্টারনেট পরিষেবা শুরু হয়েছিল।
কিন্তু জঙ্গি নাশকতা বেড়ে যাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়। তবে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে সেখানে ফের ফোর জি নেট পরিষেবা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়েছে শুক্রবার মধ্যরাত থেকে এই পরিষেবা চালু হবে। বর্তমানে এখানের ১৮টি জেলায় টু জি নেট পরিষেবা চালু আছে।