জানা গিয়েছে, দুপুর ২ টো ৪৫ নাগাদ এই আগুন লাগে। স্ক্রাপের মধ্যে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুনের শিখা এতই উঁচুতে জ্বলছিল যে বহুদূর থেকে তা দেখা যাচ্ছিল। তবে দুর্ঘটনার জেরে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
চলতি সপ্তাহেই আগুন লেগেছিল মুম্বইয়ের ফিল্ম সেটে। দমকলের ৮টি ইঞ্জিনের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বেআইনিভাবে নির্মাণের কারনে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ সরকারি নিয়মের তোয়াক্কা না করেই বানানো হয়েছিল স্টুডিওটি। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমদলের। সেই আগুনে কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হয়।
উল্লেখ্য, কদিন আগেই আগুন লেগেছিল কলকাতার বালিগঞ্জের গুরুসদয় দত্ত রোডে। ভোর ৫ টা নাগাদ গুরুসদয় দত্ত রোডের একটি গাড়ির যন্ত্রাংশের গুদামে বিধ্বংসী আগুন লাগে। যার জেরে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১০ টি ঝুপড়ি। গুদামের পাশেই ছিল বেশ কয়েকটি ঝুপড়ি। অল্প সময়ের মধ্যেই আগুন গুদাম থেকে ঝুপড়িতে ছড়িয়ে পড়ে।
পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১০ টি ঝুপড়ি। এর আগে জানুয়ারি মাসে আগুন লাগে বাগবাজারের হাজার হাত বস্তিতে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেপে উঠে এলাকা। মূহুর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখায় গোটা বস্তি ছাই হয়ে যায়। প্রায় ২৫০ মানুষ গৃহহীন হয়ে পড়ে। ৪টি কমিউনিটি হলে রাখা হয় দুর্গতদের। বাইকে আশ্রয়ের ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে, আবার পুনর্বাসনের কথাও জানায় প্রশাসন।