৫৫ বছর বয়সী সার্জে ম্যাক্সিমিশিন ছিলেন ওমস্ক জরুরি হাসপাতালের ডেপুটি চিফ ফিজিশিয়ান। গত বছর নাভালনি বিষাক্রান্ত হওয়ার পর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
সিএনএন জানায়, বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে ম্যাক্সিমিশিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এতে রুশ চিকিৎসকের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়, বেদনার সঙ্গে আমর জানাচ্ছি যে, জরুরি হাসপাতালের এনেস্থেশিওলজির ডেপুটি ফিজিশিয়ান, ওমস্ক স্টেট মেডিকেল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, মেডিকেল সায়েন্সের ওপর পিএইচডি গ্রহণ করা সার্জে ম্যাক্সিমিশিন ভালেন্তিনোভিচ আকস্মিকভাবে মারা গিয়েছেন।
গত আগস্টে নভোচক নামক সামরিক জীবাণু অস্ত্রে আক্রান্ত হওয়া নাভালনিকে তাৎক্ষণিক ওমস্ক জরুরি হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় তিনি সার্বিয়া থেকে মস্কোগামী একটি ফ্লাইটে ছিলেন। অসুস্থতাবোধ করলে ফ্লাইটটি ওমস্কে জরুরি অবতরণ করে।
পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত নাভালনিকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়। পাঁচ মাস পর সুস্থ হয়ে ১৭ জানুয়ারি দেশে ফেরা মাত্র নাভালনিকে গ্রেপ্তার করে রুশ পুলিশ।
প্রথমে এক মাস এরপর স্থগিত এক দণ্ডের নির্দেশনা অমান্য করার অপরাধে সাড়ে তিন বছরের জেল দেওয়া হয়েছে রাশিয়ায় পুতিন-বিরোধী নাভালনিকে।
অধিকার সংগঠনগুলো জানাচ্ছে, এ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আসে নাভালনির সমর্থকেরা। অন্তত কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।