নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ২২ মার্চ : কলকাতার পর এবার দেশের রাজধানী দিল্লিতে মেট্রো রেল পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা রোধে সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখতে এবং মানুষকে বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখার উৎসাহ প্রদানের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলে এদিন থেকে ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে দিল্লির মেট্রো রেল পরিষেবা। মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে যাত্রীদের জন্য রেল পরিষেবা বন্ধ থাকলেও মেট্রোর মেরামতির কাজ এবং নিরাপত্তা বিষয়ক কাজগুলো যথারীতি চলবে| পাশাপাশি নিরাপত্তার কাজে যেসব সিআইএসএফ জওয়ানরা মোতায়ন রয়েছে এই কদিন যথারীতি তারা নিজেদের কাজ করে যাবে।উল্লেখ করা যেতে পারে, রবিবার মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে কলকাতা মেট্রো রেল পরিষেবা । সেই পথে এবার পা বাড়ালো দিল্লি মেট্রো রেল। রাজধানীর পরিবহনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিল্লি মেট্রো। বহু মানুষ এর ওপর নির্ভরশীল থেকে রুটি রুজির সন্ধানে বেরোয়। কিন্তু যেভাবে ভারতে করোনা তার থাবা বসিয়েছে তাতে ভিড় এড়িয়ে চলা জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা প্রকাশ করা হচ্ছে এর ফলে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যাবে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৪ মানুষ।