নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ২২ মার্চ : করোনা রোধে গোটা দেশের ৭৫টি জেলা লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে আন্ত:রাজ্য বাস পরিষেবা। কোপ পড়েছে রেল পরিষেবাতেও। বাতিল করে দেওয়া হয়েছে একাধিক যাত্রীবাহী ট্রেন। ৩১ মার্চ পর্যন্ত এই এই নির্দেশিকা বলবৎ থাকবে।এদিন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজিব গাবা ও প্রধানমন্ত্রী দফ়তরের প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র প্রতিটি রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে উচ্চপর্যায় বৈঠকের শেষে জানান দেশের যে সকল জেলাগুলোতে করোনা মহামারী আকার ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে সেই সকল জেলাগুলিকে লক ডাউন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যদিও জরুরী পরিষেবা ওই সকল জেলাগুলির ক্ষেত্রে বলবৎ থাকবে। করোনা রোধে আন্তঃরাজ্য বাস পরিষেবা, রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি দিল্লি মেট্রো এবং কলকাতা মেট্রো রেল পরিষেবা ৩১ মার্চ পর্ধ্থ বন্র.উল্লেখ করা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে গোটা দেশে রবিবার পালিত হয় জনতা কার্ফু। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৪ জন মানুষ। সোশ্যাল দূরত্ব তৈরি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।