স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। সাব্রুম বিএসএফ ক্যাম্পে কর্মরত জওয়ান সমর কুমারের মৃত্যু হলো জিবি হাসপাতালে৷ টানা তিনদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো এই জওয়ান৷ জিবি হাসপাতাল কর্তৃপক্ষ বিএসএফ জওয়ানের মৃত্যু নিয়ে কিছু বলতে চায়নি সংবাদ মাধ্যমের কাছে৷ হাসপাতালে থাকা অন্যান্য বিএসফ জওয়ানরা জানিয়েছে, সাব্রুম বিএসএফ ক্যাম্পে কর্মরত সমর কুমার তিনদিন আগে ক্যাম্পের টাওয়ার থেকে নিচে পড়ে যায়৷ টাওয়ার থেকে পরে মারাত্মকভাবে জখম হয়েছিলো এই বিএসএফ জওয়ান৷
সেদিন তাকে প্রথমে সাব্রুম হাসপাতাল এবং সেখান থেকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ বুধবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সমর কুমারের৷ তবে মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কিছু বলতে চায়নি সংবাদ মাধ্যমের কাছে৷ এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সমর কুমারের সাথীরা অভিযোগ করেন, তিনদিন ধরে জিবি হাসপাতালে বিএসএফ জওয়ান সমরকুমারের চিকিৎসা চললেও তেমন কোনো সাড়া দিচ্ছিলো না৷ কিন্তু চিকিৎসকরা বা হাসপাতাল কর্তৃপক্ষ বহির্রাজ্যে পাঠিয়ে উন্নত চিকিৎসা করানোর জন্য রেফারও করেনি৷ তারা চিকিৎসকদের এবং জিবি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের অভিযোগের কথা জানিয়েছেন৷
তবে টাওয়ার থেকে কিভাবে পড়ে গেলেন সমর কুমার তা নিয়ে অবশ্য কেউ মুখ খুলেনি৷ বিএসএফের তরফেও বিষয়টি সংবাদ মাধ্যমকে জানানো হয়নি৷ মৃত্যুর ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে এরিয়ে যাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়েছে৷ রেফার না করার বিষয়টি নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন অন্যান্য জওয়ানরা৷ বিএসএফের তরফেও সংবাদ লেখা পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য জানানো হয়নি৷ সাধারণত কোনো ঘটনার পর বিএসএফের তরফে প্রেস বিবৃতিতে সংবাদ মাধ্যমকে বিষয়গুলো তুলে ধরা হয়৷ কিন্তু সমর কুমারের মৃত্যুর পর কোনো বক্তব্য জানানো হয়নি বিএসএফ রাজ্য প্রধান কার্যালয়ের তরফে৷ কিভাবে টাওয়ার থেকে পড়ে গেলেন সমর কুমার তা নিয়ে উঠছে প্রশ্ণ৷
জিবি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি কিংবা বহির্রাজ্যে রেফার না করা নিয়ে ক্ষোভ ব্যক্ত করা হয়েছে অন্যান্য জওয়ানদের তরফে৷ সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন৷ এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে কিছু বলেনি৷