স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। ভারত সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের সচিবের সভাপতিত্বে আজ আগরতলায় পারফরমেন্স রিভিউ কমিটির ভার্চুয়াল পর্যালোচনা সভায় এমজিএন রেগা, পিএমএওয়াই-জি, এনআরএলএম, ডিডিইউ-জিকেওয়াই এবং এসপিএমআরএম প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়৷ পর্যালোচনা সভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকগণ, রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের সচিব, অতিরিক্ত সচিব ও অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
পারফরমেন্স রিভিউ কমিটির এই পর্যালোচনা সভায় রাজ্যের কাজের অগ্রগতি প্রশংসা পেয়েছে৷ ৩১শে মার্চ, ২০১৯ এর আগে পর্যন্ত এমজিএন রেগায় ৯৯.৬০ শতাংশ কাজ সম্পন্ন করে ত্রিপুরা দ্বিতীয় স্থান অধিকার করে৷ ২০১৯-২০ অর্থবর্ষে যে সমস্ত কাজ নেওয়া হয়েছিল তার ৯৩.৮৫ শতাংশ কাজ সম্পন্ন করে ত্রিপুরা ত’তীয় স্থান অধিকার করে৷ টাইম ও মোশান স্ট্যাডিতে অগ্রগতির জন্য ১৩টি রাজ্যের মধ্যে রাজ্যের স্থান থাকার জন্যও ত্রিপুরা প্রশংসিত হয়েছে৷ ৮৪ শতাংশ মজরী ১৫দিনের মধ্যে প্রদান করা হচ্ছে যা জাতীয় গড়ের উপরে রয়েছে৷
২০১৯-২০ এবং ২০২০-২১ এর দ্বিতীয় পর্যায়ের পিএমএওয়াই-জি’র ৬৮ শতাংশ কাজ সম্পন্ন করার জন্য ত্রিপুরা প্রথম স্থান অধিকার করেছে৷ ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত ৮২ শতাংশ গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য রাজ্য ষষ্ঠ স্থান দখল করেছে৷ ১৬টি রাজ্যের মধ্যে ত্রিপুরাও একটি রাজ্য যেখানে গ্রামীণ রাজমিস্ত্রিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ৫৮ জন রাজমিস্ত্রির প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷