স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। এয়ার ইন্ডিয়া গত 9 জানুয়ারি থেকে আগরতলা দিল্লী সরাসরি বিমান পরিষেবা চালু করে। কিন্তু এই পরিষেবা ছিল সপ্তাহে তিন দিন। এগুলো ছিল মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার। এরপর ক্রমাগত চাহিদা বাড়ায় এয়ার ইন্ডিয়া নতুন করে সিদ্ধান্ত নেয় আগামী 5 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন আগরতলা দিল্লী রুটে বিমান চালানোর।
সরকার, বিমানবন্দর কর্তৃপক্ষ ও যাত্রীদের থেকে চাপ আসার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। আগরতলা থেকে দিল্লি সরাসরি প্রতিদিন বিমান পরিষেবা চালু হলে রাজ্যবাসীর জন্য সহায়ক হবে। একইসঙ্গে রাজ্যে পর্যটন ক্ষেত্রের জন্য ও এই বিমান পরিষেবা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এক সাক্ষাৎকারে এই বিষয়ে জানান এমবিবি বিমানবন্দরে স্টেশন ম্যানেজার সেইমিনলেন হাওকিপ জেম্পু।
এয়ার ইন্ডিয়ার প্রতিদিন বিমান পরিষেবা আগরতলা দিল্লির রুটে শুরু হওয়ায় খুশি যাত্রীরা। এই বিমান চলাচল করার ফলে রাজ্যের মানুষের উপকার হবে। জানা গেছে প্রতিদিন AI895 দিল্লি থেকে সকাল ৮ টা নাগাদ রাজ্যে আসবে। আবার AI896 নাম্বারের বিমান সকাল ৯ টায় আগরতলা থেকে দিল্লি উড়ে যাবে।