সোমবার ম্যেচের পরে সম্প্রচারকারী চ্যানেলের সামনে দাঁড়িয়ে ব্যাক্সটার বলেন, “রেফারি ক্রমাগত আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে গিয়েছেন। কবে আর পেনাল্টি পাব! মনে হচ্ছে আমার দলের কোনও ফুটবলারকে ধর্ষণ করতে হবে, বা ধর্ষিত হতে হবে। তবে যদি রেফারির নজর আমাদের উপরে পড়ে এবং তিনি পেনাল্টি দেন।” এই মন্তব্যে প্রত্যেকেই বিরক্ত হন। সকলেই বলতে শুরু করেন, ম্যাচে হারের পরে কোনও কোচ কী এমন মন্তব্য করতে পারেন!
চাপের মুখে এ দিন ওড়িশা এফসি দলের কর্তারা সিদ্ধান্ত নেন, তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। ওড়িশা এফসি-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সোমবার ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে কোচের মন্তব্যে হতবাক ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব কোনও ভাবেই তাঁর মন্তব্যের সঙ্গে সহমত নয়। ক্লাবের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ওড়িশা এই মন্তব্যের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কোচের সঙ্গে চুক্তি ছিন্ন করা হচ্ছে। দ্রুত অর্ন্তবর্তীকালীন কোচের নাম জানিয়ে দেওয়া হবে।’’