এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। রাজ্যসভার এই সাংসদ দলীয় সরকারকে কটাক্ষ করে টুইট করেন, রামচন্দ্রের ভারতের চেয়ে রাবণের লঙ্কায় পেট্রল সস্তা। নিজের বক্তব্যের সপক্ষে তিনি দুই দেশের পেট্রলের দাম উল্লেখ করেছেন। সুব্রহ্মণ্যম স্বামী টুইট করেছেন ভারতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৩ টাকা। সেখানে রাবণের লঙ্কায় এই পেট্রো পণ্যের লিটার প্রতি দাম ৫১ টাকা। আবার সীতা দেবীর নেপালে পেট্রলের দাম ৫৩ টাকা লিটার।
সুব্রহ্মণ্যম স্বামীর এই টুইট প্রকাশ্যে আসতেই নেটিজেনরা বিজেপি সরকারের সমালোচনায় মুখর হয়েছে। তাঁরা মনে করছেন, সরকার ইচ্ছাকৃতভাবে পেট্রল, ডিজেলের দাম বাড়িয়ে চলেছে। যার ফলে সাধারণ মানুষের আরও নাজেহাল অবস্থা। যদিও সোমবার বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, পেট্রোল-ডিজেলের উপর সেস বসেছে ঠিকই, কিন্তু আমদানি শুল্ক অনেকটাই কমানো হয়েছে। ফলে মানুষকে বাড়তি পয়সা গুনতে হবে না।
তবে মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে। এই নিয়ে একটানা ছয় দিন পেট্রল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হল না।