সম্প্রতি উই গট দিস কভার্ড জানায়, টমের ব্যাংক-ব্যালেন্সের পেছনে সিরিজের অন্য তারকা রবার্ট ডাউনি জুনিয়রের যথেষ্ট ভূমিকা রয়েছে।
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ আয়রন ম্যানকে চিরতরে নিয়ে গেলেও অভিনেতা কিন্তু সেই আগের মতোই সবার প্রিয়। রবার্টের সঙ্গে সহশিল্পীদের দারুণ সম্পর্ক। স্কারলেট জোহানসন, ক্রিস ইভান্সসহ সবার সঙ্গে তার বন্ধুত্ব।
এমসিইউতে সবশেষে যোগ দেওয়া টম হল্যান্ডকে তো রীতিমতো পথ দেখাচ্ছেন তিনি। ‘স্পাইডার-ম্যান থ্রি’র জন্য বড়সড় চেক বাড়ি নিয়ে গেছেন তরুণ অভিনেতা। তাকে সাহায্য করেছেন রবার্ট ডাউনি জুনিয়র।
মার্ভেলের সঙ্গে তিনটি একক সিনেমার পাশাপাশি অন্যান্য এমসিইউ ছবিতে অতিথি চরিত্রে ধরা দেবেন টম।
এর আগে সিরিজের দশটি ছবিতে অভিনয় করেন বেশ ভালোই কামিয়েছেন রবার্ট। এক সিরিজ থেকেই তার আয় ৩ হাজার কোটি টাকারও বেশি।
এবার নাকি টম হল্যান্ডও সেই পথ ধরছে। এমসিইউ-র অন্য সুপারহিরোদের একক সিনেমার অবস্থা যা-ই হোক স্পাইডার-ম্যান যে দুর্দান্ত ফর্মে আছে তা বলার অপেক্ষা রাখে না।
শোনা যাচ্ছে, মার্ভেলের সঙ্গে টম হল্যান্ডের বড় অঙ্কের চুক্তিতে যথেষ্ট ভূমিকা রেখেছেন রবার্ট ডাউনি জুনিয়র। এ চুক্তির বলে, এখন থেকে একক সিনেমা প্রতি কমপক্ষে ১ কোটি ডলার করে পাবেন তরুণ অভিনেতা।
চলতি বছরের শেষেই আসবে ‘স্পাইডার-ম্যান’ সিরিজের নতুন ছবি। এতে টম হল্যান্ডের সঙ্গে একই চরিত্রের পুরোনো দুই তারকা ধরা দেবেন। আরও আছেন এমসিইউ-র অন্য সুপারহিরোরা।