নতুন প্রতিনিধি, কলকাতা, ৫ মার্চ।। প্রয়াত হলেন শ্রী শ্রী কৈবল্যধামের ষষ্ঠ মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়। কোলকাতার এক বেসরকারি হাঁসপাতালে বুধবার রাত ২ টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শ্রী শ্রী কৈবল্যধামের পঞ্চম মোহন্তের জীবনাবসানের পর শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায় শ্রী শ্রী কৈবল্যধামের ষষ্ঠ মোহন্ত মহারাজ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ২০০৬ সালের ১৬ আগস্ট। শ্রী অতুলচন্দ্র ও শ্রীমতী অমিয়বালার সন্তান শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায় বাংলাদেশের বাগেরহাট জেলার অন্তর্গত বানিয়াগেটি গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালের ২ জানুয়ারি। শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়কে নাম দান করেছিলেন শ্রী শ্রী কৈবল্যধামের চতুর্থ মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দোপাধ্যায়। প্রায়াত শ্রী শ্রী কৈবল্যধামের ষষ্ঠ মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়ের দেহ কৈবল্যধাম চট্টগ্রামে সমাধিস্থ করা হবে বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তবে সময়সূচী এখনো ঘোষণা করা হয়নি। পরবর্তী সময় এই সময় সুচি ঘোষণা করা হবে।