কী কারণে এই ১১ জন স্বাস্থ্য কর্মীর টিকা নেওয়ার পরেই মৃত্যু হল তা জানতে উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এসপি কারান্তি, মালিনী অইসোলা, টি জেকব জন-সহ বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে এই চিঠি দিয়েছেন।
যদিও জেলা বা রাজ্যের কর্মকর্তারা ইতিমধ্যেই জানিয়েছেন, কোনও মৃত্যুর সঙ্গেই ভ্যাকসিনের সম্পর্ক নেই। তবে কিভাবে বা কী কারণে এই মৃত্যু হয়েছে সে কথাও প্রকাশ করা হয়নি।
ওই চিঠিতে বলা হয়েছে, মৃত্যুর তদন্ত কে করছে এবং কিভাবে তদন্ত করা হচ্ছে তার বিবরণ প্রকাশ্যে আনা হোক।
জাতীয় কমিটি এই মৃত্যুর তদন্ত করতে বাধ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনেই এই তদন্ত করা প্রয়োজন বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। টিকা নেওয়ার পর মৃত্যু ছাড়াও বেশ কয়েকজনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবরও মিলেছে।
তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা নেওয়ার জন্য মৃত্যু হয়েছে এমনটা এখনও প্রমাণ হয়নি। তবে পার্শ্বপ্রতিক্রিয়ার কথা অবশ্য সরকারের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে।