বুদ্ধদেব গুহর লেখা দু’টি ছোটগল্প নিয়ে তৈরি পরিচালক ব্রাত্য বসুর নতুন ছবি ‘ডিকশনারি’। আর এই ছবির সৌজন্যে ফের একবার আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন নুসরত জাহান। ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। তার আগে ইনস্টাগ্রামে ছবির ট্রেলার পোস্ট করলেন নুসরত।
স্বামী বয়সে বড়, তাই তাঁর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল না স্মিতার। বরং তাঁর জীবনে সেই বন্ধুত্বের অভাব পূরণ করল অন্য মানুষ। অথচ সেই সম্পর্কের জেরেই মিলল ‘ডাইনি’ অপবাদ! কেন? সম্পর্কের অজানা সমীকরণ নিয়ে এমন অনেক প্রশ্ন তুলে ধরবে ব্রাত্য বসুর ‘ডিকশনারি’। এই ছবির সঙ্গে দীর্ঘ ১০ বছর বাদে ছবির পরিচালকের আসনে নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু।