স্বামীর কাছে সুখ না পাওয়ায় দেওরের সঙ্গে অন্তরঙ্গতায় মজলেন নুসরাত

অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। বিবাহ বহির্ভূত প্রেম-ভালবাসা, সম্পর্কের জটিল ধাঁধা, অসম বয়সে দাম্পত্য সম্পর্ক নিয়ে মুক্তি পেল ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’র ট্রেলার। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘অসুর’ ছবির পর আরও একবার স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে নুসরত জাহান এবং আবীর চট্টোপাধ্যায়কে এই ছবিতে। স্বামী হওয়া’ এবং ‘বাবা হওয়া’।

বুদ্ধদেব গুহর লেখা দু’টি ছোটগল্প নিয়ে তৈরি পরিচালক ব্রাত্য বসুর নতুন ছবি ‘ডিকশনারি’। আর এই ছবির সৌজন্যে ফের একবার আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন নুসরত জাহান। ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। তার আগে ইনস্টাগ্রামে ছবির ট্রেলার পোস্ট করলেন নুসরত।

স্বামী বয়সে বড়, তাই তাঁর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল না স্মিতার। বরং তাঁর জীবনে সেই বন্ধুত্বের অভাব পূরণ করল অন্য মানুষ। অথচ সেই সম্পর্কের জেরেই মিলল ‘ডাইনি’ অপবাদ! কেন? সম্পর্কের অজানা সমীকরণ নিয়ে এমন অনেক প্রশ্ন তুলে ধরবে ব্রাত্য বসুর ‘ডিকশনারি’। এই ছবির সঙ্গে দীর্ঘ ১০ বছর বাদে ছবির পরিচালকের আসনে নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?