অনুষ্ঠানে বিধায়ক মিমি মজমদার সাংবাদিকদের জানান, ২০১৪ সালে ভারত পোলিও মুক্ত দেশ ঘোষিত হলেও পৃথিবী থেকে এই রোগ নির্মল হয়নি৷ পোলিও যাতে আমাদের মধ্যে সংক্রমিত না হতে পারে সেই লক্ষ্যেই ০-৫ বছরের শিশুদের পালস পোলিও টিকাকরণের আওতায় আনা হয়৷ স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশীষ দাস৷ তিনি জানান, পশ্চিম জেলায় এবার ৬২,৪৫৪ জন শিশুকে পালস পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে৷ এজন্য জেলায় ৭৫৭টি পোলিও টিকাকেন্দ্র খোলা হয়েছে৷ যে সকল শিশুরা আজ পালস পোলিও ডোজ খেতে পারবেনা আগামী দু’দিন স্বাস্থ্যকর্মীগণ বাড়ি বাড়ি গিয়ে তাদের পালস পোলিও খাওয়াবেন৷