চলতি বছর হচ্ছে না রঞ্জি, ক্ষতির মুখে ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। সময় কম থাকায় এবছর আর রঞ্জি ট্রফি করতে পারল না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রঞ্জি ট্রফি প্রথম শুরু হয়েছিল ১৯৩৪-৩৫ সালে। ৮৭ বছরের ইতিহাসে এই প্রথম রঞ্জি ট্রফি স্থগিত করা হল। বোর্ডের সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছেন,”বর্তমান পরিস্থিতিতে অনেক সময় নষ্ট হয়েছে। এরপর সুরক্ষাবিধি মেনে রনজির ক্রীড়াসূচি তৈরি করা খুব কঠিন ছিল।” জয় শাহ আরও জানিয়েছেন, এবছর রঞ্জি ট্রফি না হলেও বিজয় হাজারে ট্রফি হবে। একই সঙ্গে মহিলাদের টুর্নামেন্টও হবে। তারপরেই শুরু হবে অনূর্ধ্ব-১৯ ভিনু মানকড় ট্রফি।

এবার রঞ্জি স্থগিত হওয়ার ফলে আর্থিক ক্ষতি হল ক্রিকেটারদের। অধিকাংশ ঘরোয়া ক্রিকেটারদের আয়ের সিংঘভাগ রঞ্জি থেকেই আসে। বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিও চেয়েছিলেন রনজি করতে। কিন্তু মুম্বই, ওড়িশা, ঝাড়খন্ড সহ বেশ কিছু রাজ‍্য রঞ্জি না করে বিজয় হাজারে ট্রফিকে সমর্থন করে। তাছাড়া, এবার রঞ্জি শুরু করলেও মার্চ মাসের আগে কোনও ভাবেই শেষ করা সম্ভব নয়। কারণ মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আইপিএল শুরু হবে। রঞ্জির নকআউট পর্বটা আইপিএলের পর করার কথাও এক ভেবেছিল। কিন্তু আইপিএল শেষে বর্ষা শুরু হয়ে যাবে। ফলে কোনও অবস্থায় এবছর রঞ্জি করা সম্ভব নয়।

রঞ্জি না হওয়ার ফলে মন খারাপ বাংলা দলের কোচ অরূণ লালের। তিনি বলেছেন, “ক্রিকেটারদের একটা বছর নষ্ট হয়ে গেল। কিন্তু কিছু করার নেই। পরিবর্তিত পরিস্থিতি মেনে নিতেই হবে। তবে ক্রিকেটারদের অনেক আর্থিক ক্ষতি হয়ে গেল। বোর্ডের উচিত ক্রিকেটারদের আর্থিক ক্ষতি মিটিয়ে দেওয়া।” বোর্ড সূত্রের খবর, ঘরোয়া ক্রিকেটটারদের এই আর্থিক ক্ষতির ব‍্যাপারটা কর্তারা বিবেচনা করে দেখছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?