কেন্দ্রীয় বাজেটে আয় করে বাড়তি ছাড়ের ইঙ্গিত মিলল

অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। রাত পোহালেই সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নিউ নরমালে এটাই প্রথম বাজেট। তাই এই বাজেট কেমন হবে সে বিষয়ে সকলেরই কৌতুহল তুঙ্গে। এরই মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এবারের বাজেট হবে একেবারে আলাদা। এই প্রথম বাজেট কোনও কাগজ ব্যবহার করা হবে না। অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে বাজেট পেশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে এবারে পুরো বাজেট অধিবেশনে হবে অনলাইনে।

সাধারণত মধ্যবিত্ত সম্প্রদায় বাজেটে আয়কর ছাড়ের দিকে তাকিয়ে থাকে। যদিও বিষয়টি নিয়ে পুরোদস্তুর ধোঁয়াশা বজায় রাখে সরকার। কিন্তু এবার কিছুটা খোলামেলাভাবেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আয় করে কিছু বাড়তি ছাড়ের সুবিধা দেওয়া হতে চলেছে। বর্তমানে আড়াই লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত। সেটা বাড়িয়ে তিন লাখ করা হতে পারে। জানানো হয়েছে, এবার করোনাজনিত পরিস্থিতিতে মানুষের আর্থিক পরিস্থিতি বেশ খারাপ। তাই সকলে আশা করছিলেন আয় করে কিছু বাড়তি সুবিধা মিলবে।

সূত্রের খবর এবার আয়কর সীমা বেড়ে তিন লাখ টাকা হতে পারে। অর্থাৎ তিন লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আয়কর আইনের ৮০-সি ও অন্যান্য ধারায় কর বাঁচানোর উপায় খুঁজে বের করতে সঞ্চয়ে উৎসাহ দিতে পারে সরকার। বর্তমানে ৮০-সি ধারায় দেড় লাখ টাকা পর্যন্ত সঞ্চয় করা যায়। এই আয় করমুক্ত। এবার সেটা বাড়িয়ে দু’ লাখ টাকা করা হতে পারে বলে খবর। যদিও দাবি উঠেছিল এটা আড়াই লাখ টাকা পর্যন্ত বাড়ানোর।

একই সঙ্গে বয়স্ক বাবা-মার স্বাস্থ্য বিমার প্রিমিয়াম, গৃহঋণের জন্য প্রদত্ত সুদে কর ছাড়ের সীমা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ান হলে অনেক কিছুই বদলে যাবে। তবে বিরাট কিছুতে বদল হবে এমনটা অনেকেই আশা করছেন না। এই মুহূর্তে সংশ্লিষ্ট সব মহল তাকিয়ে আছে সোমবার সংসদে কি ঘোষণা করেন অর্থমন্ত্রী সেদিকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?