অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।। বান্ধবী জিওর্জিনা রদরিগেসের জন্মদিন নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইটালি সংবাদমাধ্যমের খবর, তিনি কোভিড বিধি লঙ্ঘন করেছেন। তা নিয়ে তদন্তও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে পর্তুগাল তারকার পাশে দাঁড়ালেন জুভেন্টাস কোচ আন্দ্রেস পিরলো। তিনি সাফ জানিয়ে দিলেন, রোনাল্ডো নিজের মতো চলাফেরা করতেই পারেন। তা নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না।
পিরলো বলেছেন, “ও অনুশীলনের ফাঁকে এক দিন ছুটি পেয়েছিল। সে দিন ও নিজের মতো যা খুশি তাই করতে পারে। আমি মনে করি না, রোনাল্ডোর ব্যক্তিগত জীবন নিয়ে কারও মাথা ঘামানোর অধিকার রয়েছে। এটা সকলেরই মনে রাখা দরকার, মাঠের বাইরে আমরা প্রত্যেকেই রক্তমাংসের মানুষ। সকলেই মুক্ত মানুষ এবং তাঁদের সকলেরই কিছু দায়িত্ব রয়েছে নিজের পরিবারের প্রতি। সেখানে হস্তক্ষেপ করা ঠিক হবে না।”
এ দিকে ইটালির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা দাবি জানিয়েছেন, করোনা বিধি ভাঙার জন্য রোনাল্ডোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু নিজের ইনস্টাগ্রাম পেজে সমস্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জুভেন্টাস তারকা। তিনি বলেছেন, “আমাকে জড়িয়ে যে ধরনের প্রচার চলছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি কোনও সময়েই করোনার বিধি লঙ্ঘন করিনি। কোনও একজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই প্রচার শুরু করেছেন। তাঁকে আমি খুব ভাল করে চিনি কিন্তু নাম করতে চাই না। তবে এটা জোর দিয়ে বলতে পারি, আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রচার করে আখেরে কোনও লাভই হবে না। আমি সচেতন এবং দায়িত্বশীল নাগরিক।”