অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।।কৃষকদের ওপর হামলার ঘটনায় শনিবার সকাল পর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই স্থানীয় বাসিন্দা বলে মনে করছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি-হরিয়ানা সিংঘু সীমান্ত।
লাঠি, তরোয়াল, পাথর নিয়ে আন্দোলনরত কৃষকদের উপর চড়াও হয়েছিল কিছু মানুষ। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্র হয়ে ওঠে সিংঘু সীমান্ত।
এক শীর্ষ পুলিশ আধিকারিকের উপর তলোয়ার নিয়ে হামলা চালায় প্রতিবাদীরা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের সেল ফাটায়।
তলোয়ারের আঘাতে বেশ কয়েকজন কৃষক ও পুলিশ কর্মী জখম হন। ঘটনার পর থেকেই পুলিশ এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। এই তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত পুলিশ ৪৪ জনকে গ্রেফতার করেছে।
ইতিমধ্যেই ধৃতদের জেরা করছে পুলিশ। শনিবার তাদের আদালতে তোলা হবে। এরই মধ্যে জানা গিয়েছে, মহাত্মা গান্ধির মৃত্যু দিন উপলক্ষে কৃষকরা বিশেষ কর্মসূচি নিয়েছে। মহাত্মার দেখানো অহিংস পথে নিজেদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চায় কৃষকরা।
১৯৪৮ সালে আজকের দিনে অর্থাৎ ৩০ জানুয়ারি আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছিল গান্ধির। এই দিনটি গোটা বিশ্ব জুড়ে অহিংসা দিবস হিসেবে পালন করা হয়।
অহিংসা দিবসে কৃষকরা নিজেদের আন্দোলনকে অহিংস পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। নতুন করে ফের দিল্লি অভিযানের ডাক দিয়েছেন কৃষকরা। এরই মধ্যে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন।
তাই গোটা দিল্লিকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। একদিকে সংসদে চলছে অধিবেশন অন্যদিকে কৃষকদের আন্দোলনের তীব্রতা বাড়ছে যা নিয়ে উদ্বেগে পড়তে হয়েছে দিল্লি পুলিশকে।