অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কৃষ্টি ও সংস্কৃতিই এদেশের পরিচয় বহন করে। এই কৃষ্টি ও সংস্কৃতি মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মানসিকতা গড়ে তােলার পাশাপাশি একাত্মবােধ গড়ে তুলে। তিনি বলেন, মনিপুরী সমাজ এক অত্যন্ত শক্তিশালী এবং সুসংহত সমাজ। মােঘল এবং ইংরেজদের বিরুদ্ধে মনিপুরী সমাজ বিশেষ করে মনিপুরী নারীদের বলিষ্ঠ ভূমিকার কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, জনগনের সহযােগিতায় ত্রিপুরাকে সমৃদ্ধশালী রাজ্য হিসেবে গড়ে তােলার লক্ষে রাজ্য সরকার কাজ করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাইহারাওবা উৎসব কমিটির সম্পাদক সঞ্জয় সিংহ। তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের প্রাক্তন মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা, ত্রিপুরা মনিপুরী সাহিত্য পরিষদের সভাপতি রাজকুমার জীতেন্দ্র সিংহ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় মনিপুরী শিল্পীরা চিরাচরিত মনিপুরী নৃত্য পরিবেশন করেন। অনন্ত পাখােংবা লাইহারাওবা উৎসব কমিটি এই উৎসবের আয়ােজন করেছে।