স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জানুয়ারি।। ২৯ জানুয়ারি থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ৩১ তম শিল্প ও বাণিজ্য মেলা। ২৯ জানুয়ারি বিকালে ৩১ তম শিল্প ও বাণিজ্য মেলার উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত থাকবেন বিধায়িকা মিমি মজুমদার, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব ডঃ পি.কে গোয়েল, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কুরায় সহ অন্যান্যরা। ৩১ তম শিল্প ও বাণিজ্য মেলাকে সামনে রেখে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ।
অন্তিম পর্যায়ে মেলার প্রস্তুতির কাজ চলছে। দিবারাত্র এক করে শ্রমিকরা কাজ করে যাচ্ছে। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে উঠেছে। ৩১ তম শিল্প ও বাণিজ্য মেলায় সরকারী স্টল থাকবে ৮৭ টি, দেশের বাইরে থেকে ১৯ টি স্টল, বহিঃরাজ্য থেকে ৩৮ টি ও রাজ্যের ব্যবসায়ীদের ১৭০ টি স্টল থাকবে। এই মেলা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।